হলি ওদোল মেলা কৃষ্টনগর

              বেলার মেলা কৃষ্টনগর

স্থান :- দৌলবাগান  

                  পাথরবেড়িয়া গ্রাম থেকে একটি ছোট্ট মেয়ে তার ঘরে না বলে নদীর কিনারে কিনারে চলে যায় মন্দিরের সামনে  দোল বাগানে দোল দেখতে, মন্দিরের প্রণাম সেরে ছোট্ট মেয়েটি উৎসব সমারোহ ভিড়ের মাঝে ঢুকে পড়ে সেখানে তার সরু হয় জীবনের এক ভয়ংকর ঝড়,

               ঝড়ের কারণ হলো সে কিছু জানে না নতুন জায়গা অন্য কারো কথা শুনে কিনা দুল দেখতে এসেছে, তার হাতে কোন পয়সা ছিল না ,না কিছু কিনে খাবার মজা, তাকে কান্তে দেখে গরিব লোক তাকে নিয়ে গিয়ে কিছু খেতে দেয়  ,দোকানে কিছু  কিনে দেয়, ছোট্ট মেয়েটিকে বাড়ি ফেরার পথ বলে দেয়,

                কিন্তু সে বাড়ি ফিরতে পারেনি, মেলাতে আবার এসে পড়ে। মেলাতে পুরো রাত সে মেলা  দেখে ও মন্দিরের সামনে এসে ঘুমিয়ে পড়ি। সকালবেলায় খিদের জন্য ছোট্ট মেয়েটির একটি দোকান আছে কিছু খাবারের জন্য চাই ,কিন্তু দোকানদার তার বিনিময়ে তাকে প্লেট সাফ করিয়ে নেয় এবং তাকে কিছু খেতে দেয়।

                  যাবার পথে চট্টমেট্রো গ্রামের এক যুবক তাকে দেখে, দোকান ছিল , মেলাতে তার গয়নার দোকান ছিল ,

সেখানে সারাদিন কাজ করে, ছোট্ট মেয়েদের গলা শুনে দোকানদারের প্রচুর বিক্রি হয় দোকানদার খুশি হয়ে ছোট্ট মেয়েটি কিছু পয়সা দেয়, এবং তার বাড়ি পৌঁছে দেয়, ছোট্ট মেয়েটির মা খুব খুশি হয় কেননা ছোট্ট মেয়েটির বাবা ছিল না তার মায়ের থাকতো বাড়িতে।

Post a Comment

1 Comments