Short story with Bengali funny quotes names jokes stape by stape

  Short story with Bengali funny quotes names jokes stape by stape       

Short story with Bengali funny quotes

কটি স্কুলের ফানি স্টরি গল্পের মাধ্যমে শেয়ার করলাম, স্কুলের ম্যাডাম প্রতিদিনের মতো স্কুলে এসে, বাচ্চাদের কোশ্চেন জিজ্ঞেস করল,তারমধ্যে একজন বাচ্চা উত্তর দিল তার নাম বান্ত-

মেডাম: বাচ্চারা বলতো-মাছ কথা বলতে পারেনা কেন?

বান্তু: ম্যাডাম আমি যদি  আপনার মাথাটা জলের মধ্যেদিয়ে ধরি কথা বলতে আপনি পারবেন!


মন্টু : পল্টু দুই বন্ধু, তারা দুইজন ছোট্ট বেলার ঘনিষ্ঠ বন্ধু হয়ে বড় হয় স্কুল জীবনে তারানা কতই পন্ করেছিল। তারমধ্যে তুলে ধরার মত- মন্টু : পল্টু বউ- হো- বিয়ের পন ----    

মন্টু :-বউয়ের sathay বাজারে hath ধরাধরি koray ঘুরছিল। তাই dekhay পল্টু:-

বাহ রে ভাই বিয়ের এতো পরেও এত ভালোবাসো।

মন্টু:-ভালোবাসা নাহা ভাই হাত ছাড়লেই কোন না কোন দোকানে গিয়ে ঢুকে পড়ছে।

funny jokes:-

নিউটন পড়তেন মোমবাতির আলোয়, ঈশ্বরচন্দ্র পড়তেন- ল্যাম্পপোস্টের আলোয়, সেক্রা পিয়ার- পড়তেন মশালের আলোয়,প্রশ্নটা হল তারা দিনের আলো করতেন টা কি?                       

কেউ আপনাকে গালি দিলে, আপনি উল্টো গালি দিয়ে পাপ করবেন না। একটা ছোট্ট শব্দ, শুধু সেম টু ইউ বলে দৌড় দিবেন।


 Chik চিক koray Bali কোথাও নেই kada- মায়ের কাছে সবাই মেধাবী, আমি কেন গাধা।--

funny quotes

মোরা মোরা এক বৃন্তে দুটি কুসুম ফেসবুক ওয়াটস্যাপ

১বার biday day মা মোবাইল tipay - ausee!

নেতাজী বলেছিলেন তোমরা আমায় এসএমএস দাও আমি তোমায় রিপ্লাই দেবো

রামকৃষ্ণ বলেছিলেন যত এসএমএস তত রিপ্লে ।

Baba লোকনাথ bolay chilan ronay জলে jungal A যেখানেই Bipaday পড়িবে ,

আমাকে মিস কল মারিবো  আমি কল  করিব।

                           

               Story ৭মেয়ে ও বাবা:-

এক ব্যক্তির ৭ জন মেয়ে ছিল,ব্যক্তি মানে মেয়ের বাবা, সাতজন মেয়েকে ডাকার পর তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমাদের পালনকর্তা কে?৬জন মেয়ে বলল বাবা তুমি হলে আমাদের পালন কর্তা কেননা তুমি আমাদের রুটি, কাপড়া,মকান দিয়ে পালন করো;-৭ জনের মধ্যে সবথেকে ছোট মেয়ে সে বলল 6জন মেয়ের থেকে আলাদা,ছোট মেয়েটি বলল বাবা আমাদের পালনকর্তা    এবং তোমার আমার বোনদের দুনিয়ার সবারই পালনকর্তা হল উপরওয়ালা -

ছোট মেয়েদের কথা শুনে বাবা এবং 6 জন মেয়ে খুব রেগে যায়,এবং বলে আমরা ছাড়া তোমার পালনকর্তা উপরওয়ালা-কেমন হতে পারে আমরাই তোমার পালনকর্তা তা কী করে বোঝাতে হয় সঠিক সময়ে ঠিক তোমাকে আমরা সবাই মিলে বোঝাবো," এই বলে ছোট্ট মেয়েটির কাছ থেকে 6 জন মেয়ে, ও তার বাবা রেগে চলে যায়।


পরে মেয়েটির বাবা 6 জন মেয়েকে খুব বড় রাজমহল পরিবারে বিয়ে দেয় - এবং তাদের,টাকা পয়সা ধন দৌলতের কোনো কম ছিল না, আর ছোট্ট মেয়েটিকে জঙ্গলের এক কাঠুরে যে কিনা খাট বিক্রি করে পেট চালাত-ও সাথে, সাথে রোগ জ্বালা ছিল, তার সাথে বিয়ে দিয়ে দেয়।


মেয়েটি তার স্বামীর সাথে কাঠ কাটত জঙ্গলে এবং বিক্র করতো। কাঠ বিক্রি করার বাদে যে পয়সা হত তাহা দিয়ে দুধ ও ঔষধ কিনে নিয়ে আসত তার স্বামীর জন্য। প্রতিনিয়ত-দুধ খাওয়াতো তার স্বামীকে, স্বামীকে খাওয়ানোর বাদে সামান্যটুকু দুধ থেকে যেত, সেই দুধ কে ছোট্ট মেয়েটির পরশি দুই নাগ- নাগিন থাকতো তাদেরকে ডেইলি খেতে দিত, এরকম প্রতিনিয়তই চলতে থাকে, ধীরে ধীরে মেয়েটির স্বামী সুস্থ হয়।


নাগ নাগিন বলে নিজেদের মধ্যে বলে মেয়েটি খুবই ভালো প্রতিনিয়ত আমাদের সে খেতে দেয়, এবং এক

রাত্রে নাগ নাগিন মেয়েটির স্বপ্নে এসে স্বপ্না দেয়, আমার বাড়ির পাশে একটি গর্ত আছে তাতে তুমি হাত রাখবে, মেয়েটি মেয়েটি সকালে গর্তের ভিতর হাত রাখে, কিছু মণিমাণিক্য খুঁজে পায়, এবং সেই পয়সা নিয়ে এক তাজমহল কি সমান ঘর বানায় এবং আশেপাশের লোকদের পেটভরা খাবার খাওয়ায়,

তা দেখে নাগ নাগিন খুশি হয়।

প্রতিদিনের মত গরিব-দুঃখীদের তাজমহলের সামনে খাবার দেখে ছোট্ট মেয়েটি এবং সর্বক্ষেত্রে নজর রাখত

একদিন দেখে খাবারের লাইনে তার ৬ বোন এবং তার বাবা লাইনে বসে খাচ্ছে, তারা ছোট্ট মেয়েটিকে চিনতে পারেনি, ছোট্ট মেয়েটি তাদের নাম জিজ্ঞেস করে এবং বলে তোমরা আমার বোন এবং বাবা তারপর তাদেরকে খাবারের লাইন থেকে উঠিয়ে নিয়ে মহলে নিয়ে যায়। এবং তাদের কাছে এরকম পরিণতি হওয়ার কারন জেনে বলল ----

বাবা তুমি যে ৬ বোনের বিয়ে দিয়েছিলে বড় করে প্রচুর ধনবান করে তাদের পালনকর্তা আজ কেউ নেই, কিন্তু তুমি যাকে এক কাঠুরের সাথে বিয়ে দিয়ে ছিলে সে 

আছে রাজপ্রাসাদের  রানীর মত। তাই আমি একদিন বলেছিলাম আমাদের পালনকর্তা আমাদের উপর বালা

বাবা-মা বা যেই হোক না কেন আমাদের পালন করুক না কেন আসল পালনকর্তা আমাদের উপরওয়ালা হয়।

Magical house Hindi story अच्छीJaadui kahaniyan।

Short story with Bengali funny quotes names jokes stape by stape!

Post a Comment

0 Comments