tin bhai status তিন ভাই নিয়ে উক্তি
tin bhai status তিন ভাই নিয়ে উক্তি
এক গ্রামে তিন কৃষক ভাই থাকতেন। তারা ধান চাষ করত। তাদের মধ্যে একজন শহরে একটি দোকান খুলেছিলেন, যেখানে তিনি তার খামারের চাল বিক্রি করতেন। তার চাল খুবই জনপ্রিয় ছিল এবং তার গ্রাহকরাও তাকে ছাড়া অন্য কোথাও থেকে চাল নিতেন না। এক বছর এলাকা প্লাবিত হয় এবং অধিকাংশ কৃষকের ফসল ভেসে যায়। ভাগ্যক্রমে তার ফসল বেঁচে যায়। সে লোভ পেয়ে একটু চাল বন্ধ করে বাকিটা গোডাউনে ভরে দিল। শহরে আসার পর ফসল কম হওয়ার অজুহাত দেখাতে শুরু করে। ও
চড়া দামে চাল বিক্রি শুরু করেছেন। গরীব কাস্টমাররা সে অন্য দোকানে যেতে শুরু করেছিল। এক ভাই আরেক ভাইকে বললেন- ভাই এভাবে আমাদের অনেক কষ্ট হবে। অন্য ভাই বললেন আমরা গোডাউন থেকে চাল বের করে এখানে নিয়ে আসি। গোডাউন খুলে দেখলেন অনেক বস্তা ইঁদুর কামড়ে গোডাউনে এদিক ওদিক দৌড়াচ্ছে। তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানালেন, যিনি তাকে সময়মতো জ্ঞান দিয়েছেন।
প্রকৃত অর্থে- লাভের লাল- বেশি লাভের অনেক সময় ক্ষতিকারক প্রমাণিত হয়।
0 Comments